‘শিক্ষায় আগ্রহ না থাকার বড় কারণ বেকারত্ব’

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:02:49

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহ না থাকার একটি বড় কারণ বেকারত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘দেশে শিক্ষিত বেকারের হার যেভাবে বাড়ছে, সেটি শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে আগ্রহী করে না। শিক্ষার্থীরা সিভিল সার্ভিসের পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে। তার কারণ হচ্ছে তাদের জন্য চাকরি খুব জরুরি।’

শুক্রবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত বিশ্ববিদ্যায়ের টিএসসিতে ‘আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের হিসাব কিভাবে হয়েছে, সেটা নিশ্চিত জানি না। টাইমস হায়ার এডুকেশনে গবেষণার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আবার অন্য একটিতে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষের শিক্ষা ও শিক্ষকদের গবেষণা- দুটি জিনিসই খুব গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মূল কাজ শিক্ষাদান। এই শিক্ষাদানে সমস্যা অনেক। কেবল শিক্ষা দিলে হবে না, দেখতে হবে যে ছেলে-মেয়েরা সেই শিক্ষা গ্রহণ করতে পারছে কিনা।’

‘সমাজে জ্ঞানের গুরুত্ব কমে গেছে। জ্ঞান দরকার হয় না, জ্ঞান ছাড়াই অনেক কাজ করা যায়। সেই ক্ষেত্রে জ্ঞানের যদি মর্যাদা না থাকে সমাজে তাহলে শিক্ষার আগ্রহ কেমন করে বাড়বে?’

গবেষণায় বরাদ্দ বাড়ানো জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা খাতে যে ব্যয় বরাদ্দ, সেটা বাড়ানো দরকার। জাতীয় বাজেটের শতকরা অন্তত ২০ ভাগ শিক্ষা খাতে ব্যয় করা উচিত। জিডিপির অন্তত দুই ভাগ শিক্ষাখাতে দেওয়া উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, দুটো বিখ্যাত প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন আরেকটি কিউএস র‌্যাংকিং, যারা এই র‌্যাংকিং করে। কিউএস র‌্যাংকিং সমীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার মধ্যে ১২৭তম অবস্থানে। হায়ার এডুকেশন দেখিয়েছে ৪১৭টির মধ্যে নেই। এই র‌্যাংকিংগুলো কোন মানদণ্ডে হয় সেটা নিয়ে অনেক বিতর্ক থাকবে। কিন্তু একটি বিতর্কের বিষয় বলা যায়, কিউএস র‌্যাংকিং আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।’

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় ৪০০ এর মধ্যে আছে কি ৫০০ এর মধ্যে নাই, ১২৭তম আছে কি ১০ এর মধ্যে নাই- সেটি নয়। আমরা চাই ক্রমান্বয়ে উপরে উঠতে, ক্রম অগ্রগতি ক্রম উন্নয়ন ঘটাতে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন-অর-রশিদ ও প্রতিষ্ঠাতা সদস্য আফতাব উদ্দিন মানিক।

এ সম্পর্কিত আরও খবর