ভিপি নুরের উপর হামলা: ছাত্রলীগের তদন্ত কমিটি

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 17:01:35

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় সাংগঠনিক সফরে মারধর ও বাধার সম্মুখীন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস‌দের (ডাকসু) সহ সভাপতি (ভি‌পি) নুরুল হক নু‌র।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ মে) সংগঠনের কেন্দ্রীয় উপদফতর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে দেশের বিভিন্ন অঞ্চলে সফর করছেন বলে আমরা জানতে পেরেছি । সফরকালে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়া শহরে নুরুল হক নুরের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে । বাংলাদেশ ছাত্রলীগ উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডাকসুর ভিপির সাথে সবার সম্মান জড়িত। বিভিন্ন গণমাধ্যমে এ হামলায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযাগে করেছেন নুর। বাংলাদেশ ছাত্রলীগ কোনাে ধরনের নেতিবাচক কাজকে সমর্থন করে না। তদুপরি শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতি আনীত অভিযোগর অধিকতর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটির তিন সদস্য হলেন- বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, আইন বিষয়ক উপ-সম্পাদক  মো সুজন শেখ, আইন বিষয়ক উপ-সম্পাদক শাহাদুল হাসান আল মুরাদ।

সরেজমিন গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন জমাদানের জন্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর