প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 22:23:57

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

রোববার (১৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জজামান।

তিনি বলেন, 'গত ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক আকারে প্রশ্নফাঁসের খবর আমরা জানতে পারি। এছাড়া প্রশ্নফাঁসের অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী ইতমধ্যে ৪৫ জনকে আটক করেছেন। কিন্তু আমরা লক্ষ করছি যে দীর্ঘ ২৩ দিন অতিবাহিত হওয়ার পরেও কর্তৃপক্ষকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।'

এছাড়া অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, 'প্রশ্নফাঁস একটা জাতির জন্য সবচেয়ে ভয়াবহ দিক। এর মধ্যে দিয়ে একটা জাতি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রশ্নফাঁসের সঙ্গে শুধু একটি ব্যক্তি নয় বরং একটা চক্র জড়িত। আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতিদ্রুত এই চক্রকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক।'

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর