শীর্ষস্থান অর্জনের সাফল্য উদযাপন করল এনএসইউ

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-04 21:18:19

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রদূত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং তালিকার শীর্ষে উঠে এসেছে। শ্রেষ্ঠত্ব অর্জনের এ সাফল্য উদযাপন করতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৯ জুন) নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই উদযাপন অনুষ্ঠিত হয়। এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছন মাহমুদ বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন সাবেক শিক্ষক হিসেবে দেশের সকল প্রাইভেট বিশ্বদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে শীর্ষস্থানে দেখে আমি আজ আনন্দিত। একই সঙ্গে আজকের এ সাফল্যের জন্য আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই।’

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ হাসেম বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি আজ র‌্যাংকিংয়ে প্রথমস্থান অধিকার করায় আমি অত্যন্ত আনন্দিত। নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক মানের শিক্ষকদের দিয়ে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের কারণেই আজ এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।’

সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান অর্জন করা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট সেক্টরের শিক্ষা ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের বিশ্বমানের গবেষণামূলক শিক্ষা দিয়ে আসছে। আমাদের দেশের তরুণ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে চাই, যারা এগিয়ে থাকবে বুদ্ধিবৃত্তিক দিক থেকে, বিশ্বাসী হবে সমতায় এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’

এ সম্পর্কিত আরও খবর