জাবির ৪১ ব্যাচের রাজা যুব, রানী শ্যামা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:14:39

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম আবর্তনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে (র‌্যাগ-৪১) বাংলা বিভাগের আরমান খান যুব ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য যথাক্রমে রাজা ও রানী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে এ ফলাফল ঘোষণা করেন আয়োজনের প্রধান নির্বাচন কমিশনার দিপঙ্কর দাস।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে মোট এক হাজার ২০৮ জন ভোট দিয়েছেন। এতে ৬৪১টি ভোট পেয়ে আরমান খান যুব রাজা নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সিয়াম চৌধুরী শাওন পেয়েছেন ৫৬২টি ভোট।

এদিকে ৬২৮ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন শ্যামা ভট্টাচার্য। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইফফাত জাহান খান নোভা পেয়েছেন ৫৮০টি ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

র‌্যাগ-৪১ এর আহ্বায়ক আবদুর রহিম জুয়েল জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে র‌্যাগ উৎসব অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এবারের র‌্যাগ উৎসবটি প্রতিবারের মতো বর্ণিল ও বর্ণাঢ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর