রাবিতে পিডিএফ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 14:56:39

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপ্মেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সিনেট ভবনের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি প্যারিস রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে লায়লা আরজুমান বানু বলেন, ‘দেশের উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে প্রতিবন্ধীদের মেধাকে কাজে লাগানো উচিত। তাদের পিছিয়ে রাখলে হবে না। তাদের স্বাভাবিক মানুষের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ করে দিতে হবে।’

সংগঠনটির কোষাধ্যক্ষ-মুজাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন- সভাপতি রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক পাপিয়া খাতুন মুন্নি।

উল্লেখ্য, দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ২০০৮ সালে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘পিডিএফ’। প্রতিষ্ঠার দুই বছর পর ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এর যাত্রা শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর