রাবিতে জনসংখ্যা বিষয়ক জাতীয় সম্মেলন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 23:20:35

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জনসংখ্যা ও স্থায়ী উন্নয়ন: বাংলাদেশে সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সম্মেলনটির আয়োজন করে।

বিভাগের সভাপতি ও সম্মেলন কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাবি উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আশা ব্রিটা টর্কেলসন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খান, পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সামাদ আবেদীন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আবেদীন।

সম্মেলনে চারটি টেকনিক্যাল সেশনের অধীনে ২৪টি প্রবন্ধ উপস্থাপিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী গবেষকবৃন্দ অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর