জাবিতে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-15 21:13:13

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিত ভবন নির্মাণের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ অর্গানাইজেশনের সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, 'একটি হলের চারপাশে অপরিকল্পিতভাবে ১০ তলা বিশিষ্ট কয়েকটি হল করার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই এই পরিকল্পনা বাতিল করবেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাত্র ২১ শতাংশ স্থল ভূমি রয়েছে। ফলে ভবন নির্মাণ করতে হলে অবশ্যই গাছ কাটা পড়বে তবে সেটা যেন অপরিকল্পিত না হয়। একই স্থানে চারটি হল নির্মাণ হলে পার্শ্ববর্তী শান্তি নিকেতনের লেকের পানি ময়লা আবর্জনায় দূষিত হয়ে বুড়িগঙ্গা নদীর রূপ ধারণ করবে।'

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সান বলেন, 'ধর তক্তা মার পেরেক নীতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরিকল্পিতভাবে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে হল নির্মাণের পরিকল্পনা করেছে। সেখানে সহস্রাধিক গাছ কেটে হল নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। যার ফলে পরিবেশ হুমকির সম্মুখীন হবে। আমরা এভাবে হল নির্মাণ চাই না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আশেপাশে শুধু নয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্থানে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করতে হবে।'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের 'অধিকতর উন্নয়ন প্রকল্প'র অধীন ছয়টি হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত ৩০ জুন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ১০ তলা বিশিষ্ট পাঁচটি হল নির্মাণ কাজের উদ্বোধন করেন। ছাত্রদের তিনটি হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের উত্তর, দক্ষিণ ও পূর্ব পার্শ্বে নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দক্ষিণ পাশে টারজান পয়েন্ট সংলগ্ন স্থানে ছাত্রীদের দুটি হল নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর