বৃক্ষে কাফন পরানো জাবি অধ্যাপক এবার বৃক্ষ কর্তন কমিটির প্রধান! 

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 17:55:26

গাছ কর্তন করার প্রতিবাদে গাছকে কাফনের কাপড় পরানো, জানাযা নামাজ, ক্যাম্পাস প্রদক্ষিণ ও মানববন্ধন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক এবার হলেন গাছ কাটা কমিটির প্রধান! 

সময়ের পরিবর্তনে গাছ রক্ষার আন্দোলনে নয় বরং স্বয়ং গাছ কাটা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন এ অধ্যাপক। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। বৃক্ষ কর্তন ও ব্যবস্থাপনা পরিচালনা কমিটির প্রধান সেই আলোচিত শিক্ষক হলেন ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের জন্য নির্ধারিত যায়গা পরিষ্কার করে ফলের বাগান করার উদ্যোগ নেন তৎকালীন হল প্রাধ্যক্ষ ও বাংলা বিভাগের অধ্যাপক এ এস এম আবু দায়েন। এ সময় সেখান থেকে একটি ডুমুর গাছ কাটা হয়। পরবর্তীতে ডুমুর গাছ কাটার প্রতিবাদে সেই বছর ৩ জুলাই তৎকালীন হল প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন অধ্যাপক আতিকুর রহমান। এ সময় অধ্যাপক আতিকুর রহমান কর্তনকৃত ডুমুর গাছ নিয়ে কাফনের কাপড় পরান। পরে সেই গাছ নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ ও মানববন্ধন করেন তিনি। 

তৎকালীন হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, হলের যে যায়গায় ডুমুর গাছটি ছিলো সেটি লিজ দেওয়া ছিল। ফলে হল প্রশাসন সিদ্ধান্ত নেন যায়গাটি লিজ মুক্ত করে শিক্ষার্থীদের সুবিধার জন্য ফলগাছ রোপণ করা হবে। পরবর্তীতে জায়গাটি পরিষ্কার করার সময়ে হলের কর্মচারীরা একটি মৃতপ্রায় ডুমুর গাছ কেটে ফেলেন। এ নিয়ে আন্দোলনে নামেন অধ্যাপক আতিকুর রহমান।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এমন দ্বিমুখী আচরণ আমাদের খুব বিব্রত করে। সামনে অপরিকল্পিত ভাবে বৃক্ষ কর্তন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা আশা করি অধ্যাপক আতিকুর রহমান সহ অন্যরা আবারো অপ্রয়োজনীয় বৃক্ষ কর্তন রোধে এগিয়ে আসবেন।’

এ বিষয়ে অধ্যাপক আতিকুর রহমান বলেন, ‘ডুমুর গাছটি সম্পূর্ণ নিষ্পাপ ছিল। এছাড়া সেটি ছিল একটি বিলুপ্তপ্রায় গাছ। সমগ্র ক্যাম্পাসে হয়তো তিনটা চারটা ডুমুর গাছ আছে।’

সেসময় গাছ কাটার প্রতিবাদে আন্দোলন করলেও এখন গাছ কাটা কমিটির প্রধান কেন? এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক আতিকুর রহমান বলেন, ‘সে সময়ে অকারণে গাছটি কাটা হয়েছিলো। কিন্তু এখন গাছ কাটার পেছনে কারণ আছে। এছাড়া অপ্রয়োজনে আমি একটা গাছের গায়ে হাত দিতে দিবো না।’

এ সম্পর্কিত আরও খবর