শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 13:44:09

সরকারি সাত কলেজের অধিভুক্ত বাতিল, দুই মাসের মধ্যে ফলাফল ঘোষণাসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগমোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

পূ্র্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজুভাস্কর্যে জড়ো হয়। এরপর সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ থেকে মৎস ভবন, বাংলা মোটর, কাঁটাবন ও টিএসসির দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, নিজেদের শিক্ষার্থীদের ভার বহন করতে যারা পারে না তারা কীভাবে আরও তিন লাখ শিক্ষার্থীদের ভার বহন করবে। প্রশাসনের এমন হটকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা অবিলম্বে সাত কলেজের অধিভুক্ত বাতিল চেয়ে প্রশাসনের আশ্বাস চান।

প্রশাসনের আশ্বাস ছাড়া বিন্দুমাত্র আন্দোলন থেকে সরবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, আমরা গতকালকে অবস্থান করেছি। কিন্তু প্রশাসন আমাদের খোঁজ পর্যন্ত নেয়নি। আজ আমরা আর ফাঁকা বুলিতে সরছি না।

এ সময় শিক্ষার্থীরা, এক দফা এক দাবি, সাত কলেজ ঢাবি ছাড়বি, সাত কলেজের ঠিকানা, ঢাবিতে হবেনা, লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দেয়।

 

এ সম্পর্কিত আরও খবর