জবির টিচার্স ক্যাফে বন্ধে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 23:34:08

প্রায় দুই বছর ধরে বন্ধ আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত টির্চাস ক্যাফে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের নিচে ২০১৫ সালে ‘রেভেনাস প্লাস’ এর পরিচালনায় গড়ে ওঠে টিচার্স ক্যাফেটি। পর্যাপ্ত খাবার সরবরাহে ব্যার্থতা এবং খাবারের মান ভালো না হওয়ায় ২০১৭ সালের শেষের দিকে এটি বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের পেছনে এবং শিক্ষক লাউঞ্জের সামনের টিচার্স ক্যাফেটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। ক্যাফে ঘিরে নেই আগের মতো শিক্ষক শিক্ষার্থীদের তেমন আনাগোনা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত রেভেনাসের অন্য ক্যাফেটিও চলছে কোনো রকমভাবে।

টিচার্স ক্যাফেটি কেন বন্ধ করে দেওয়া হয়ছে জানতে চাইলে ক্যাফের পরিচালক হিমু বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘পূর্বে আমরা সেখানে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য খাবার সরবরাহ করতাম। শিক্ষক সমিতি কর্তৃক বলে দেওয়া হয় শুধু শিক্ষকদের জন্য খাবার সরবরাহ করতে। কিন্তু শিক্ষকদের খাবার সরবাহ করলে আমাদের ব্যবসায় লাভ হয় না। তাই নতুন ভবনের ক্যান্টিনটি বন্ধ করে দিয়েছি।’

এ বিষয়ে না প্রকাশে অনিচ্ছুক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক বলেন, ‘খাবারের মান ততটা ভালো না হলেও দুপুরের খাবার আমরা ক্যাফেতেই খেতাম। বর্তমান ক্যান্টিনটি বন্ধ থাকায় আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে শিক্ষকদের আলাদা ক্যাফের বিষয়ে শিক্ষক সমিতির নজর দেওয়া উচিত।’

এ বিষয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল আমিন ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমরা ক্ষুধা লাগলে ক্লাসের ফাঁকে ফাঁকে ক্যাফেটিতে গিয়ে খাবার খেয়ে আসতে পারতাম । কিন্তু ক্যাফেটি বন্ধ করে দেওয়ায় আমাদের ভোগান্তি হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারি ড. নূর মোহাম্মদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ক্যাফের আশে পাশের পরিবেশ অতটা ভালো নয়। এর পাশেই থাকা টয়লেট থেকে দুর্গন্ধ আসে। এছাড়া স্থানটি ঘিরে হৈ-হুল্লোড় লেগেই থাকতো এবং শিক্ষকদের আসা যাওয়ার পথে বিঘ্ন ঘটতো। তাই ক্যাফেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দ্রুত অন্যত্র একটি টিচার্স ক্যাফে চালু করার পরিকল্পনা রয়েছে শিক্ষক সমিতির।’

এ সম্পর্কিত আরও খবর