জবিতে ‘ইভেনিং মাস্টার্স ইন ইনভারমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ কোর্স চালু

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 14:54:25

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ভুগোল ও পরিবেশ বিভাগে ‘ইভেনিং মাস্টার্স ইন ইনভারমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ কোর্স চালু করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১টায় Master in Environment and Disaster Management (MEDM) এর Program Lunching Ceremony বিভাগীয় কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

প্রোগ্রামের ডিরেক্টর ও অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন। এসময় বিভাগীয় শিক্ষক, প্রক্টর এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর