শিক্ষার্থীদের প্রবল চাপে ঢাবির প্লাটিলেট গণনার যন্ত্র হ্যাং!

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 03:38:13

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হয়। কিন্তু শিক্ষার্থীদের প্রবল চাপে প্রথম দিনেই হ্যাং করেছে যন্ত্রটি। 

রোববার (২৮ জুলাই) সকাল আটটা থেকে প্লাটিলেট গণনা চলছে বিলম্বিতভাবে ও থেমে থেমে। পরে বিকেল ৫টার পর প্লাটিলেট গণনার যন্ত্র হ্যাং হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান মুত্তাকী  বলেন, রবিবার সকাল সাড়ে আটটা থেকে প্লাটিলেট গণনা কার্যক্রম শুরু হয়। সকাল থেকে অন্তত দুইশ শিক্ষার্থী এই সেবা নিয়েছেন। সেবা প্রত্যাশী শিক্ষার্থীদের চাপে বিকেল পাঁচটার দিকে প্লাটিলেট গণনার যন্ত্রটি হ্যাং হয়ে যায়। টেকনিশিয়ানরা যন্ত্রটি ঠিক করার চেষ্টা করছেন। রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সেবা নিতে পারবেন।

 

তিনি আরও বলেন, আক্রান্ত নন এমন অনেক শিক্ষার্থীও এ সেবা নিতে এসেছেন।শিক্ষার্থীদের ভেতর একধরণের ডেঙ্গু আতঙ্ক কাজ করছে যার ফলে সবাই এসে ভিড় জমাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাবিতে এখন পর্যন্ত ১৭০ জনের বেশি শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত। যাদের অধিকাংশ বাড়ি কিংবা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এদিকে শুক্রবার (২৬ জুলাই) ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের ভর্তির হার কমে এসেছে। এর আগের কয়েক দিনে প্রতিদিন গড়ে ২০-২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন।

প্লাটিলেট গণনার যে যন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্থাপন করা হয়েছে, তার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত করা সম্ভব নয় বলে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি সব হাসপাতালেই প্লাটিলেট সহজভাবে গণনা করা যায়। কিন্তু ডেঙ্গু সনাক্ত করতে অনেক কষ্ট পোহাতে হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে আরও আধুনিক করার দাবি জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর