জাকসু নির্বাচন কমিশনে সন্তুষ্ট ছাত্রলীগ, শঙ্কিত অন্যরা!

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 09:22:10

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী।

তবে অধ্যাপক মান্নান বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন 'বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ' এর সভাপতি বলে শঙ্কা প্রকাশ করেছেন জাকসুর দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে নির্বাচন কমিশনকে 'একদলীয়' আখ্যা দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জাকসুর দাবিতে আন্দোলনকারীরা।

বুধবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের ৮(ঙ) ধারা অনুযায়ী অধ্যাপক মান্নানকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন নিয়োগ করা হবে।'

এদিকে জাকসু নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আরও দুজন সহকারী নির্বাচন কমিশনার বাছাই করে জাকসুর পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করবেন। আমরা আশা করছি দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে শীঘ্রই জাকসু নির্বাচন আয়োজন করতে পারব।'

নব মনোনীত জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'জাকসু প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এছাড়া এ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। উপাচার্যের সাথে এই বিষয়ে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছে।'

এদিকে মনোনীত নির্বাচন কমিশনে সন্তুষ্ট প্রকাশ করে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'নির্বাচন কমিশন গঠনকে সাধুবাদ জানাই। আর এটি গঠনের মধ্য দিয়ে মূলত দীর্ঘদিনের প্রতিক্ষিত জাকসুর যাত্রা প্রাথমিকভাবে শুরু হল বলে মনে করি। গঠিত এই নির্বাচন কমিশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর নির্বাচন উপহার দেবে বলে বিশ্বাস করি।'

অন্যদিকে মনোনীত নির্বাচন কমিশনকে 'নৌকার নির্বাচন কমিশনার' আখ্যা দিয়ে জাবি শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'মনোনীত প্রধান নির্বাচন কমিশনার একটি দলের মুখপাত্র। এই অবস্থায় নির্বাচন কার্যক্রমের শুরুতেই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশনার কখনো সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে আমরা মনে করছি না। তারপরও আমরা আশা করবো পরবর্তীতে দুজন সহকারী নির্বাচন কমিশনার দল মতের ঊর্ধ্বে হবেন এবং নির্বাচন সুষ্ঠু হতে ভূমিকা পালন করবেন।'

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার বাকি কমিশনারদের নিয়োগ দেবেন সেক্ষেত্রে জাকসুর প্রস্তুতি কমিটি এবং ছাত্র সংগঠনগুলোর মতামতেই কাজটি করবেন তিনি। যেহেতু উনি শিক্ষক রাজনীতিতে একটি দলের প্রধান সেহেতু নির্বাচন নিয়ে কিছুটা সংশয়তো থাকেই। আমরা মনে করি এটা উনার জন্য একটা চ্যালেঞ্জ। তবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে উনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন।'

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, 'দীর্ঘদিন পরে একটা নির্বাচন হতে যাচ্ছে সুতরাং এই নির্বাচনে কমিশনার হওয়া উচিৎ ছিল দল মত নিরপেক্ষ। কিন্তু আমরা জানি, যিনি নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন তিনি আওয়ামী দলের একজন সাপোর্টার। তবে আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো বিবেচনা করেই দিয়েছেন এবং আশা করছি তিনি আমাদেরকে স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবেন। কিন্তু আমরা শঙ্কাতেও থাকব যে, আসলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে।'

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, 'জাকসু নির্বাচনে কমিশনার সর্বজন শ্রদ্ধীয় ও দল মতের ঊর্ধ্বের একজন ব্যক্তি হওয়া উচিৎ ছিল। তবে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্যে করছি যিনি নির্বাচন কমিশনার হলেন, তিনি আওয়ামী দলের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ। এই অবস্থায় আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান। তবে আমরা আশা করব পরবর্তী সহকারী দুজন নির্বাচন কমিশনার দল মতের ঊর্ধ্বে হবেন।'

প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর বন্ধ থাকার পর জাকসু প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে নতুন করে কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের পূর্বে উপাচার্য ফারজানা ইসলাম জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং এ বছরের নভেম্বর মাসে নির্বাচন প্রদানের প্রতিশ্রুতি দেন। সেই লক্ষ্যে আজ (৩১ জুলাই) নির্বাচন কমিশন গঠন করেছেন উপাচার্য।

এ সম্পর্কিত আরও খবর