বজ্রপাত রোধে ইবিতে তাল গাছ রোপণ

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 18:31:31

প্রাকৃতিক উপায়ে বজ্রপাত রোধে তাল গাছ অন্যতম মাধ্যম। তাল গাছ শুধুমাত্র বজ্রপাত রোধ নয়, এর থেকে আমরা সুস্বাদু ফল ও পানীয় পেয়ে থাকি। আর তাই এসব কথা চিন্তা করেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে শুরু হয়েছে তাল গাছ রোপণ কর্মসূচি।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) উদ্যোগে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে আইআইইআর’র নির্মাণাধীন ভবনের পাশে তাল গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাবিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও বর্ষায় আমরা ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি। বলা হয়ে থাকে সব গাছই পরিবেশের বন্ধু। এর মধ্যে তাল গাছ প্রাকৃতিক উপায়ে বজ্রপাত রোধের অন্যতম মাধ্যম। এছাড়া আমরা লক্ষ্য করেছি, ক্যাম্পাসে অন্যান্য গাছের তুলনায় তাল গাছে সংখ্যা খুবই কম। তাই ক্যাম্পাসে এবার তাল গাছ রোপণ অভিযান চলবে।’

এ সম্পর্কিত আরও খবর