জাতির পিতাকে চিঠি: পোস্ট কোড '৭১, ঠিকানা বাংলাদেশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 16:13:13

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী। চিঠি পাঠানের পোস্ট কোড ছিল ১৯৭১ এবং ঠিকানা ছিল বাংলাদেশ।

শুক্রবার (২ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রাঙ্গণে ঢাবি ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘পিতার কাছে চিঠি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ চিঠি লেখেন তারা। শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠান আয়োজন করে ঢাবি ছাত্রলীগ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একটি সাদা পৃষ্ঠায় বঙ্গবন্ধুর প্রতি তাদের মনে জমে থাকা অব্যক্ত কথাগুলো লিখেন, লিখেন তাদের প্রত্যাশার কথা। পরে বঙ্গবন্ধুর উদ্দেশে লিখিত চিঠিগুলো এক সাথে বেলুনে করে আকাশে উড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মোসাহিদ আলী বলেন, ‘বঙ্গবন্ধুকে না দেখা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা। ছোটবেলা থেকে ঘুমানোর সময় বাবা বঙ্গবন্ধুর গল্প বলে ঘুম পাড়াতেন। আজকে চিঠিতে সে ব্যত্যয় প্রকাশ করলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

অনুষ্ঠানে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘এদেশের প্রত্যেক তরুণই এক একজন বঙ্গবন্ধু। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনিরা ভেবেছিল তাঁর নাম ইতিহাস থেকে মুছে যাবে। কিন্তু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন।’

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, ‘একজন সন্তান হয়েই সবাই আজ বঙ্গবন্ধুর প্রতি চিঠি লিখেছেন। বঙ্গবন্ধু আমাদের সবার পিতা। অনাদিকালে দেশে যারা জন্মগ্রহণ করবে, বঙ্গবন্ধু তাদেরও পিতা। শিক্ষার্থীরা তাদের ভাবনার কথা, বঙ্গবন্ধুকে নিয়ে তাদের যে প্রেম, ভালোবাসা রয়েছে তার কথা লিখছেন, লিখেছেন তাঁর সংগ্রামের প্রতি শ্রদ্ধার কথা।’

এ সম্পর্কিত আরও খবর