জাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ফজলুল হালিম

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 23:12:24

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হালিম রানা।

সোমবার (৫ আগস্ট) বার্তাটোয়েন্টিফোর.কম-কে এ তথ্য জানান ফজলুল হালিম রানা।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা অনুযায়ী আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।'

ফজলুল হালিম রানার দায়িত্ব গ্রহণকালে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক সহ বিভাগের শিক্ষকগণ।

উল্লেখ্য, ফজলুল হালিম রানা ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।

গবেষণায় অবদানের জন্য তিনি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ইংল্যান্ডের বিখ্যাত ইউনিভার্সিটি অফ লিভারপুলের ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড লাভ করেন।

এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন বিখ্যাত জার্নালে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ফজলুল হালিম রানার দশের অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ফজলুল হালিম রানার জন্ম বরগুনার পাথরঘাটা উপজেলায়। তার পিতা আবদুল হালিম পেশায় ইঞ্জিনিয়ার এবং মাতা পিয়ারা হালিম পেশায় গৃহিণী।

এ সম্পর্কিত আরও খবর