ইবিতে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট শুরু

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টফোর.কম | 2023-08-25 01:03:00

ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট’ শুরু হয়েছে। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নির্মূল অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ আগস্ট) এ কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের এষ্টেট অফিসের আয়োজনে সকাল ১১টায় শেখ হাসিনা আবাসিক হলের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এরপর ক্যাম্পাসের বিভিন্নস্থানে জন্মানো আগাছা পরিষ্কার ও মশক নিধনে স্প্রে প্রয়োগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসাইন ভুঁইয়া, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বার্তাটোয়েন্টিফোর.কমকে এ বিষয়ে বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এখনো ডেঙ্গুর কোনো প্রভাব দেখা যায়নি। তারপরও আগে থেকেই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা যদি এই কর্মসূচিতে সহযোগীতা করে তাহলে ক্যাম্পাস পরিচ্ছন্ন হতে সময় লাগবে না।’

এ সম্পর্কিত আরও খবর