ঢাবি শিক্ষক রুশাদ ফরিদির ছুটি বাতিল করল হাইকোর্ট

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 13:38:08

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুশাদ ফরিদি’র বিরুদ্ধে সিন্ডিকেটের দেওয়া ছুটির আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এক সঙ্গে রুশাদ ফরিদিকে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৫ আগস্ট) এ বিষয়ে জারি রুল নিষ্পত্তি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন- আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী সীমন্তী আহমেদ।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, 'আদালত রুল যথাযথ ঘোষণা করে ড. রুশাদ ফরিদিকে সিন্ডিকেটের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অবৈধ ঘোষণা করেছেন। ফলে তার শিক্ষক পদে যোগদানে আর বাধা নেই।'

জ্যোতির্ময় বড়ুয়া আরও জানান, বিশ্ববিদ্যালয় রেগুলেশন অনুসারে কেবল উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোনো স্টাফকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারেন। তবে যাকে ছুটিতে পাঠানো হবে সে চাইলে চ্যান্সেলরের কাছে আপিল করতে পারে। কিন্তু কাউকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এখতিয়ার সিন্ডিকেটের নাই।

এই বিষয়ে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, 'অন্যায়ের বিরুদ্ধে, শিক্ষার্থীদের পক্ষে যে মানুষটি পাশে দাঁড়ান, তিনি আমাদের রুশাদ ফরিদি স্যার। অন্যায়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট স্যারকে বাধ্যতামূলক ছুটিতে রাখে।অবশেষে হাইকোর্ট ঢাবি প্রশাসনের অন্যায়মূলক আদেশকে অবৈধ ঘোষণা করেছে। যা সত্যের জয়।'

আরেকজন শিক্ষার্থী বলেন, 'রুশাদ ফরিদি স্যারের বড় অপরাধ তিনি শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন। ন্যায্যতার প্রশ্নে আপস করেন না। এটা স্বার্থান্বেষী দলীয় প্রশাসন সহ্য করতে পারেনি।'

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, 'ড. রুশাদ ফরিদির বিরুদ্ধে ঢাবি সিন্ডিকেটের দেওয়া জবরদস্তিমূলক ছুটির আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রুশাদ ফরিদিকে কাজে যোগদান করতে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।'

জানা যায়, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি মিছিলে যোগ দিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ছুটিতে থাকতে বাধ্য করেন।

এ সম্পর্কিত আরও খবর