কাশ্মীর নিয়ে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শনী

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 01:43:02

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে প্রামাণ্যচিত্র ও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

সোমবার (২৬ আগস্ট) টিএসসিতে বিকেল ৫টা থেকে এ আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত। এটি আয়োজন করেছে ‘জোনাকি গলির কারখানা’ নামক একটি সংগঠন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আযাদীর জন্য সিনেমা’ এই শিরেনামে একটি ইভেন্ট দেখা যায়। যাতে বলা হয়েছে, আমরা জোনাকি গলির কারখানা থেকে নিয়মিত সিনেমা দেখানো আর আড্ডার আয়োজন করে থাকি। সিনেমার রস আস্বাদন আর সিনেমা শিল্প বিচারই মুখ্য ছিল পূর্বেকার পাঁচটি আয়োজনে। কিন্তু আমরা মনে করি কেবল শিল্পের জন্য শিল্প চর্চার বদলে রাজনৈতিক সক্রিয়তার ক্ষেত্রেও সিনেমা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার।

এতে আরও বলা হয়েছে, গত ৫ আগস্ট থেকে কাশ্মীরি আজাদিরা অবরুদ্ধ হয়ে আছে। বাতিল করা হয়েছে তাদের বিশেষ মর্যাদা। এ অবস্থায় আজাদী নিয়ে আমাদের মধ্যকার বোঝাপড়া এবং রাজনৈতিক সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা কাশ্মীর নিয়ে ডকুমেন্টারি এবং কয়েকটি শর্টফিল্ম দেখানোর আয়োজন করেছি। এতে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন লেখক ও গবেষক আলতাফ মাহমুদ।

এ সম্পর্কিত আরও খবর