রুয়েটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 01:02:06

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের স্মৃতি সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবন তুলে ধরতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ কর্নারের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন।

এ সময় রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, রাজশাহী মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুয়েট অফিসার সমিতির দাবির প্রেক্ষিতে উপাচার্য রফিকুর ইসলাম সেখ চলতি বছরের ৮ এপ্রিল বঙ্গবন্ধু কর্নার স্থাপনের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সার্বিক তত্বাবধান এবং পৃষ্ঠপোষকতা করেন উপাচার্য নিজেই।

এ সম্পর্কিত আরও খবর