ঢাবির ৬৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ, অন্যথায় বহিষ্কারাদেশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 12:11:13

প্রশ্নফাঁসের দায়ে সিআইডির চার্জশিটভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৯ শিক্ষার্থীকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

সূত্রে আরও জানা যায়, গত ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছিল। যারা এখনো এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেখা করেনি তাদের আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিদ্ধান্ত অনুমোদন দেয় আজ।

অভিযুক্ত ৬৯ শিক্ষার্থী ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।

এ সম্পর্কিত আরও খবর