৩০ নভেম্বরই হচ্ছে রাবির একাদশ সমাবর্তন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 22:26:42

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন ৩০ নভেম্বরই অনুষ্ঠিত হচ্ছে। সমাবর্তনে ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা অংশ নিতে পারবেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের সভাপতিত্ব করার কথা রয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব জানানো হয়। রাবির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এর সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিগ্রি অর্জনকারী যে সকল শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সার্ভিস চার্জসহ ৩ হাজার ৫৭০ টাকা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর