জাবি প্রশাসনের বিরুদ্ধে শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:14:12

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডলের বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা অভিযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদিক্ষণ করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

আরও পড়ুন: আন্দোলনকারীকে জাবি ছাত্রলীগ নেতার নির্যাতন, প্রতিবাদে বিক্ষোভ

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘আন্দোলনকারীদের চাপে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। একপাক্ষিক সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগের উপর চাপ সৃষ্টি করছে। যে অভিযোগ তোলা হয়েছে আসলেই যদি তেমন কোনো ঘটনা ঘটে থাকে তবে দুইজনকে ডেকে তদন্ত করুন। তদন্ত সাপেক্ষে আমার কর্মী অপরাধী হলে তার দায়িত্ব নিয়ে সংগঠন থেকে বিচার করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে সহযোগিতা করব।’

আরও পড়ুন: জাবিতে চলছে অবরোধ, আলোচনায় হয়নি সমাধান

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অভিষেক মন্ডল ছাত্র নয়, আমরা বলতে চাই শুধু সে নয় আরো অনেক সংগঠনের নেতা কর্মীরা হলে থাকেন যারা ছাত্র নয়। কিন্তু হল দখল করে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো।’

আরও পড়ুন: আন্দোলনকারীকে জাবি ছাত্রলীগ নেতার মারধর, আলোচনা স্থগিত

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘গতকাল একটা অভিযোগ পেলাম এক ছাত্রকে মারধর করা হয়েছে। যে মারধর করেছে সে জাবির সাবেক ছাত্র। এখন সাবেক কোনো ছাত্রের বিরুদ্ধে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে না। এ জন্য আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’

আরও পড়ুন:দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে জাবির শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে সাবেক শিক্ষার্থী অপসারণের ব্যাপারে কোন উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে উপাচার্য বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘দীর্ঘদিন হলগুলোতে কোন অভিযান চালানো হয় না। সবার সহযোগিতা পেলে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ নিতে পারে। এ ব্যাপারে ছাত্রলীগ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এজন্য তাদেরকে সাধুবাদ জানাই।’

এ সম্পর্কিত আরও খবর