জাবিতে চলমান সংকট সমাধানে আলোচনায় দু’পক্ষ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 06:19:45

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সৃষ্ট সংকট সমাধানে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ আলোচনা শুরু হয়, যা এখনো চলমান।

আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন ও অধ্যাপক নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রকল্প পরিচালক প্রকৌশলী নাসির উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) আহসান হাবিব অংশ নিয়েছেন।

আলোচনায় আন্দোলনরত ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের শিক্ষক-শিক্ষার্থীদের ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

এর আগে তিন দফা দাবিতে গত ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

৫ সেপ্টেম্বর অবরোধ চলাকালে উপাচার্য তাদেরকে আলোচনায় বসার প্রস্তাব দিলে দাবির বিষয়ে ‘আন্তরিকতার’ শর্তে প্রস্তাবে রাজি হন তারা। তবে ৭ সেপ্টেম্বর আলোচনার আগ মুহূর্তে আন্দোলনরত এক শিক্ষার্থীকে ছাত্রলীগের এক নেতা শারীরিকভাবে লাঞ্ছিত করলে আলোচনা ভেস্তে যায়।

এ সম্পর্কিত আরও খবর