প্রসঙ্গত, সম্প্রতি ডিবিসি টিভির এক টকশোতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন '১৫ আগস্টে বঙ্গবন্ধুর যে পরিণতি হয়েছে শেখ হাসিনারও সে পরিণতি হবে।'
আরও পড়ুন: নেত্রীকে নিয়ে ধৃষ্টতা দেখালে পিঠের চামড়া থাকবে না: নাহিয়ান
শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে সারাদেশের সব সাংগঠনিক ইউনিটকে ফৌজদারি মামলা করার আহ্বান করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুতুল দাহ মানববন্ধনে এ কথা বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় নির্বাহীর অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।
লেখক ভট্টাচার্য বলেন, 'আগামীকাল (শুক্রবার) সারাদেশে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিট ফৌজদারি মামলা করবে দুদুর বিরুদ্ধে। আজ থেকে বাংলাদেশ ছাত্রলীগ দুদুকে অবাঞ্ছিত ঘোষণা করল।'
ছাত্রদলের কমিটির সমালোচনা করে লেখক বলেন, 'বাংলাদেশে এ প্রথম কোনো ছাত্র সংগঠনের কাউন্সিলের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে। রাতের অন্ধকারে স্কাইপির মাধ্যমে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করেন।'
দুদুকে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের অনুসারী দাবি করে তিনি বলেন, '১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে দুদু তাদের অনুসারী।'
এ সময় দুদুকে গ্রেফতার এবং আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। মানববন্ধন শেষে শামসুজ্জামান দুদুর কুশপুতুল দাহ করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি ডিবিসি টিভির এক টকশোতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন '১৫ আগস্টে বঙ্গবন্ধুর যে পরিণতি হয়েছে শেখ হাসিনারও সে পরিণতি হবে।'
আরও পড়ুন: নেত্রীকে নিয়ে ধৃষ্টতা দেখালে পিঠের চামড়া থাকবে না: নাহিয়ান