জবি ক্যাম্পাসে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ রোপণ কর্মসূচি পালন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জবি ক্যাম্পাসে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ রোপন কর্মসূচি পালন

জবি ক্যাম্পাসে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ রোপন কর্মসূচি পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জিয়া ট্রি’ (নিম গাছ) রোপণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকেলে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হাসান খান ওরফে মাহামুদের নেতৃত্বে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই আমাদের সংগঠন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশে ছিল এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে বৃক্ষরোপন, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মত অসংখ্য সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের মরুভূমিতে নিম গাছ লাগিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারই আদর্শ ধারন এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের  সুন্দর ছাত্রবান্ধব ক্যাম্পাস গঠনে  ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপন করি।

এ কর্মসূচিতে শাখা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রুদ্র, মো. মেহেদী হাসান, সহ- সংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাজ্জাদ সান্ত সাফায়েত সিয়াম, মো. সোহেল, মো. অর্ণব, ক্রিয়া সম্পাদক কামরুল হাসান নাফিজসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন