ঢাবির 'খ' ইউনিটের পরীক্ষা শনিবার

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-13 22:13:58

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ কলা অনুষদভুক্ত ‘খ ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২১ সেপ্টেম্বর)।

ওইদিন সকাল ১০টা থক বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘খ’ ইউনিটে ২৩৭৮টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরুপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

এদিকে, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যবসায় শিক্ষা অনুষদের ফলাফল আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম।

তিনি আরও জানান, এবার লিখিত পরীক্ষা থাকায় রেজাল্ট প্রকাশে একটু বিলম্ব হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর