হামলার ১ দিন পর টনক নড়ল ভিসি নাসিরের

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-13 10:07:55

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার এক দিন পর উপাচার্য (ভিসি) ড. খোন্দকার নাসির উদ্দিনের টনক নড়েছে। তিনি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন উপাচার্য।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খোন্দকার নাসির উদ্দিন বলেন, ‘গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশের পর শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বিগত সাড়ে ৪ বছরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো প্রকার হামলা হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো সহিংসতা না করার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ২০

এ সম্পর্কিত আরও খবর