বশেমুরবিপ্রবি'র ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-21 15:58:40

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিরতিহীন আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) টানা পঞ্চম দিনের আন্দোলনে নেমেছেন তারা।

বশেমুরবিপ্রবি'র ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন স্থানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ভিসির পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়।

বশেমুরবিপ্রবি'র ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

এ সময় আন্দোলনকারীরা ভিসির নানা অনিয়ম, দুর্নীতি নারী কেলেঙ্কারি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ে রাতেও অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এতে আরও বেগবান হয়েছে ভিসি বিরোধী আন্দোলন।

এদিকে আন্দোলনের মুখে শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়েননি।

আরও পড়ুন: ভিসি নাসিরের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জ আ.লীগের সংহতি প্রকাশ

আরও পড়ুন: ইবি প্রক্টরের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা

এ সম্পর্কিত আরও খবর