গণরুম হবে বন্ধুরুম: ঢাবি উপাচার্য

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 22:34:20

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম 'বন্ধুরুম' নামে পরিগণিত হবে এবং এটির নাম আর গণরুম থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকসুর কার্যনির্বাহী একসভা শেষে উপাচার্য সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব হলে আবাসিক সমস্যার কারণে অধিক শিক্ষার্থী একই রুমে থাকে সেগুলো যেন প্রকৃত বন্ধুরুম হিসেবে গণ্য হয়। সেগুলোকে কথিত গণরুম না বলে যেন বন্ধুরুম হিসেবে পরিগণিত করা হয় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমরা আশা করব গণরুম বন্ধুরুমে পরিণত হবে।

ধর্মভিত্তিক রাজনৈতিক চর্চা এখানে করার সুযোগ নেই সেজন্য ডাকসু তাদের অনুপ্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়কে আরও যত্নশীল এবং এসব কার্যক্রমকে আইন প্রয়োগ করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বলেও তিনি জানান।

কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পরিবহন, লাইব্রেরী সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। এখানে প্রত্যেকটি আলোচনায় এক ধরনের সিদ্ধান্ত। প্রশাসন এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিবেন।

এ সম্পর্কিত আরও খবর