গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসির অপসারণের দাবিতে ৯ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের কুশপুতুল দাহ করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর থেকে ভিসির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের এক দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টায় ভিসিকে লাল কার্ড প্রদর্শন এবং রাত ৮টায় মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
তারা আরও জানান, একমাত্র ভিসির অপসারণ হলেই তারা আন্দোলন থেকে সরে যাবেন। তা নাহলে তাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে।