কুবি ছাত্রলীগের ১৫ দফা দাবি

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 18:57:51

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ।

রোববার (২৯ সেপ্টেম্বর) ১৫ দফা দাবি নিয়ে শাখা ছাত্রলীগের একটি প্রতিনিধি দল এই স্মারক লিপি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো:

১. সন্ধ্যায় শহর থেকে বাসে করে ক্যাম্পাসে আসার সময় শিক্ষার্থীদের অসহনীয় ভোগান্তি লাঘবে সান্ধ্যকালীন বাস বৃদ্ধি করা।

২. আবাসিক হলগুলোতে নিম্নমানের খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ভর্তুকি প্রদান।

৩. বিদ্যমান নিম্নমানের রাউটার এবং নিম্ন গতির ইন্টারনেট সংযোগ পরিহার পূর্বক উচ্চমানের রাউটার এবং উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপন করা।

৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুঃখ খ্যাত ফিটনেস বিহীন বিআরটিসি বাসগুলো পরিহার করে ফিটনেস
সম্পন্ন ও মান সম্মত বাস প্রদান করা।

৫. ড্রাইভার সংকট দূর করার লক্ষ্যে অতিদ্রুত ইউজিসি থেকে প্রয়োজনীয় সংখ্যক ড্রাইভার পদ অনুমোদনের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া।

৬. চলমান ভয়াবহ বাস সংকট দূরীকরণের লক্ষ্যে নতুন অনুমোদিত প্রকল্পের আওতাধীন পাঁচটি নতুন বাস দ্রুত সময়ের মধ্যে ক্রয় করা।

৭. আসন্ন সমাবর্তন ব্যাচভিত্তিক নির্ধারণ না করে রেজাল্ট ভিত্তিক নির্ধারণ করার পাশাপাশি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবিত সমাবর্তন রেজিস্ট্রেশন ফি কমানো।

৮. আবাসিক হল এবং একাডেমিক ভবনের ব্যবহারের অনুপযোগী ওয়াশরুমগুলো ব্যবহারের উপযোগী করে তোলার ব্যবস্থা গ্রহণ করা।

৯. শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমার পদক্ষেপ নেওয়া।

১০. নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ব্যয় বহনের লক্ষে ছাত্র কল্যাণ ফান্ড গঠন ও দ্রুত সময়ের ভেতর কার্যকর করা।

১১. বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা পরিধি বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় ঔষধ, ইনজেকশন এবং অ্যান্টিভেনম নিশ্চিত করার লক্ষে মেডিকেলের জন্য বরাদ্দ বৃদ্ধি করা।

১২. একাডেমিক ভবনগুলোতে ছাত্রীদের জন্য কমন রুম নিশ্চিত করা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ছাত্রীদের জন্য নামাজের রুমের ব্যবস্থা করা।

১৩. শিক্ষার্থীদের ভয়াবহ আবাসন সংকট দূরীকরণের লক্ষে দীর্ঘ চার বছর ধরে নির্মাণাধীন শেখ হাসিনা হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সম্প্রসারিত অংশের কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করা।

১৪. ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের ক্লাস সংকট দূরীকরণের লক্ষে সাড়ে তিন বছর ধরে নির্মাণাধীন
ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনের কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করা।

১৫. বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষে বঙ্গবন্ধু হল ও কাজী নজরুল ইসলাম হলে পানি বিশুদ্ধিকরণ ফিল্টার স্থাপন করা।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে দাবিগুলোকে শিক্ষার্থীদের মৌলিক অধিকারের সঙ্গে তুলনা করে তা দ্রুত বাস্তবায়নে প্রশাসনের নিকট বিনীত অনুরোধ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর