জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৪

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 13:49:16

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রশীদ, জিতু, পলাশ ও রুবেল। এদের মধ্যে রশীদকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে ছাত্রদল মিছিল নিয়ে বের হয়। এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিতে থাকে। মিছিলটি শান্তচত্বরের সামনে আসলে পেছন থেকে শাখা ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন কর্মী পড়ে যায়। তখন অর্থনীতি বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশীদকে হাতের নাগালে পেয়ে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

হামলার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের জবি শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। ছাত্রদল ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজনকে আহত অবস্থায় প্রক্টর অফিসে আনা হয়। তাকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর