বেরোবিতে কাফনের কাপড় পেঁচিয়ে গাছ কাটার প্রতিবাদ

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 09:52:27

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন টাচ’ ও সাংস্কৃতিক সংগঠন ‌‌‘রণন'। এ সময় কাফনের কাপড় গাছে পেঁচিয়ে প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, এক কর্মচারী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে একটি হরতকি ও একটি কাঠবাদামের গাছ কাটেন। গাছ কাটার নির্দেশদাতা হিসেবে লাইব্রেরির উপ-পরিচালক মামদুদুর রহমানের নাম উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় শেখ রাসেল মিডিয়া চত্বরে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কাটা গাছ উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়। কাটা গাছ উপাচার্যের পক্ষ থেকে গ্রহণ করেন তার একান্ত সচিব আমিনুর রহমান।

প্রতিবাদ কর্মসূচিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী, রাজিব হাসান, হ্যাপি রায় বক্তব্য দেন। গ্রিন টাচের সংগঠক নাইমুর রহমানসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সকলেই বৃক্ষ নিধনের তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান।

যারা ক্যাম্পাসের গাছ কেটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তুহিন ওয়াদুদ জানান, আগামীতে যাতে আর একটি গাছও কেউ কাটতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সকলকে সজাগ দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা মিলেই এই ক্যাম্পাস সবুজ করা হয়েছে। সেই সবুজ আমরা কিছুতেই ধ্বংস হতে দেব না।’

অভিযুক্ত কর্মকর্তা মামদুদুর রহমান বলেন, ‘ড. তুহিন ওয়াদুদ কিছুদিন আগে গাছগুলো দেখার জন্য একজন কৃষিবিদ নিয়ে এসেছিলেন। পাশের অন্যান্য গাছগুলো বাঁচানোর জন্য সেই কৃষিবিদ এই গাছদুটো কাটার পরামর্শ দেন। আমরা লাইব্রেরির পক্ষ থেকে গাছ কাটার জন্য কোনো সিদ্ধান্ত নেইনি।’

উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘ক্যাম্পাসে গাছ কাটার জন্য আমার অনুমতির প্রয়োজন ছিল। কিন্তু আমার অনুমতি না নিয়ে যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

এ সম্পর্কিত আরও খবর