আন্দোলন থেমে গেলে আবরার হত্যার বিচার থেমে যাবে: ভিপি নুর

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 12:18:45

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, 'এই আন্দোলন যদি থেমে যায় এর বিচার থেমে যাবে। তনুর মতো হারিয়ে যাবে, নুসরাতের মতো ভিন্ন খাতে প্রবাহিত করা হবে।'

বুধবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে কালো পতাকা মিছিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'এই আন্দোলন যদি থেমে যায় এর বিচার থেমে যাবে। তনুর মতো হারিয়ে যাবে, নুসরাতের মতো ভিন্ন খাতে প্রবাহিত করা হবে। আমাদের এখান থেকে দাবি স্পষ্ট যে, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে এনে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডর বিচার বিশেষ ট্রাইব্যুনাল অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করবে। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম করে বেড়ায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।'

আন্দোলন থেমে গেলে আবরার হত্যার বিচার থেমে যাবে

ডাকসু ভিপি বলেন, 'এই নতজানু সরকার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। অথচ তারা ফেনী অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলে ফেনী নদীর পানি ভারতকে দিয়েছে। এসব না করলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে একের পর এক চুক্তি করে যাচ্ছে সরকার। সরকার ভারতের সঙ্গে যেসব দেশবিরোধী চুক্তি করেছে সেসব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।''

সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'আজকে তারা ক্ষমতায় থাকার জন্য যারাই তাদের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকেই পুলিশ দিয়ে ছাত্রলীগ দিয়ে দমন করার চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। দেশের ছাত্ররা যখন ন্যায়বিচারের দাবিতে আন্দোলন করছে। সে আন্দোলনেও হায়েনারা হামলা চালাচ্ছে। সকালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বাহিনী প্রকাশ্যে আবরারের হত্যার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিচ্ছে।'

কালো পতাকা মিছিল শেষে ভিপি নুর আগামীকালের কর্মসূচি ঘোষনা করে বলেন, 'কাল দুপুর ১২টার সময় রাজু ভাস্কর্যের সামনে থেকে গণসংহতি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।'

এ সম্পর্কিত আরও খবর