বুয়েট ভিসির কাছে ক্ষমা চান আন্দোলনকারীরা

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 06:01:33

 

বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১ টায় ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা এ ক্ষমা চান।

আন্দোলনকারীরা বলেন, অনেকে বলছেন আমরা নাকি ভিসি স্যারের সঙ্গে খারাপ আচরণ করেছি। কিন্তু এই কথাটি সত্য নয়। ভিসি স্যারের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। আমরা স্যারের কাছে কিছু প্রশ্ন রেখেছি এবং কিছু দাবি উত্থাপন করি।

তারা আরও বলেন, এটা সত্য ওই দিন ভিসি স্যার কথা বলার কম সুযোগ পেয়েছিলন। এছাড়া তার সঙ্গে কোনো বাজে আচরণ করা হয়নি। তারপরেও যদি স্যার আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকেন উনার কাছে ক্ষমা চাচ্ছি। 'স্যার আপনি আসেন আপনি আমাদের অভিভাবক। আপনি আমাদের দাবিগুলো শুনেন এবং এগুলো পূরণের প্রতিশ্রুতি দেন।

আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার প্রসঙ্গে বলেন, অনেকে বলছেন আলামত নষ্ট করার জন্য পুলিশকে আটকিয়ে রাখা হয়েছে। কিন্তু বিষয়টি সত্য নয়। পুলিশ এসে সিসিটিভির ফুটেজে থাকা হত্যাকাণ্ডের আলমাত নিয়ে গেছে। আমরা শুধু পুলিশের কাছে দাবি জানিয়েছে তারা যেন বুয়েটে একটি কপি রেখে যায়। যাতে করে হত্যাকাণ্ডের বিষিয়ে ক্যাম্পাসে কোনো ধরনের মিথ্যা তথ্য না ছড়ায়।

 

এ সম্পর্কিত আরও খবর