বুয়েটে শিক্ষকরাও রাজনীতি করতে পারবেন না: ভিসি

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2024-01-15 21:16:29

বুয়েটের কোন শিক্ষক রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

তিনি বলেন, এটা আমাদের অর্ডিন্যান্স ছিল তখন থেকে সেটি আরও বেশি জোরদার করা হবে। এখন থেকে কোন শিক্ষক রাজনৈতিক ভাবে সম্পৃক্ত হতে পারবেনা।

 

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় বুয়েটের অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সভা শুরু হয়। সভায় আবরার হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ডঃ মিজানুর রহমান বলেন, আমি কোন ছাত্র সংগঠনকে পৃষ্ঠপোষকতা করেছি যদি তোমাদের কারেন্ট ছাত্রদের মধ্যে থেকে কেউ প্রমাণ দিতে পারো তাহলে আমি এইমাত্র পদত্যাগ করে চলে যাব। তবে বাইরে কে কি বলল সেটা আমার কাছে ব্যাপার না।

তিনি আরও বলেন, কোন রাজনৈতিক প্রোগ্রামে কোনো শিক্ষক অংশ নেবে না। ছাত্রলীগের কোন প্রোগ্রামেও উপস্থিত থাকব না।

এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, আমরা আশা করছি আজ থেকে কোনও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হবে না। আজ থেকে সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে।

 

এ সম্পর্কিত আরও খবর