র‌্যাগিং ঠেকাতে জাবির হলগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 17:34:10

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং র‌্যাগিং ‘ঠেকাতে’ আবাসিক হলগুলোর করিডোর, কমনরুম এবং গণরুমে ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি ক্যামেরা) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘র‌্যাগিং, সিনিয়র-জুনিয়র সম্পর্ক তৈরির নামে গণরুম-গেস্টরুমে ম্যানার শেখানো, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করাসহ নানাবিধ অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। র‌্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রাধ্যক্ষ এবং রেজিস্ট্রারকে ক্ষমতা দেওয়া হয়েছে। আর এ লক্ষ্যে গত রোববার অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।’

সভায় প্রাধ্যক্ষ কমিটি ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে র‌্যাগিং পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে চারটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি যে কোনো সময় হল পরিদর্শন করতে পারবে এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকরা এ কমিটিকে সার্বিক সহায়তা দেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে র‌্যাগিংসহ, ম্যানার শেখানো, রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করা ‘ঠেকাতে’ সব আবাসিক হলের করিডোর, কমনরুম এবং গণরুমে সিসি টিভি ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রতি হলের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক বশির আহমেদ।

এ ব্যাপারে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘প্রভোস্ট কমিটির একটি বৈঠক হয়েছে। সেখানে শিক্ষকরা নিজেদের উপস্থিতি ও পর্যবেক্ষণের মাধ্যমে র‌্যাগিং নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন। বিভাগের ছাত্র উপদেষ্টাদের এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। র‌্যাগিংয়ের ঘটনা কিছু গোপনেও ঘটছে। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি। হলের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে। গণরুমে কে ডুকছে, এসব তথ্য আমরা নেব।’

এ সম্পর্কিত আরও খবর