রাবিতে ভর্তিচ্ছুদের মাঝে ছাত্রলীগের কলম-পানীয় বিতরণ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:53:52

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পানি ও কলম বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকেই তারা দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসের টুকিটাকি চত্বর ও মিডিয়া চত্বরে বুথ বসানো অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের হাতে কলম ও খাবার তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে, রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের সামনে ছাত্রলীগের একটি হেল্প ডেস্ক দেখা যায়। ডেস্কে শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বসে থাকতেও দেখা যায়।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষা চলাকালে কোনো প্রকার হেল্প ডেস্ক বাসানো যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগসহ বেশকিছু জেলা সমিতি ডেস্ক স্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের বেশ কয়েকবার উঠিয়ে দিলেও তারা পরবর্তীতে আবার ডেস্কগুলোতে অবস্থান নেন। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চলাচলে বিঘ্ন ঘটে।

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, '২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় আমরা তাদের পাশে ছিলাম। রাতে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থাসহ তাদের বিভিন্নভাবে আমরা সহায়তা প্রদান করেছি।'

তবে হেল্প ডেস্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'হেল্প ডেস্ক বসানো নিষেধ, এটা আমরা জানতাম না। তবে আমরা যেটা করেছি, সেটা অবশ্যই ভর্তিচ্ছুদের সাহায্য হবে সে চিন্তা থেকেই করেছি।'

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিবলী ইসলাম বলেন, 'আমাদের যতদূর সম্ভব হয়েছে আমরা ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হেল্প ডেস্ক বসিয়েছে আমরা সেগুলো তুলে দিয়েছি।'

এ সম্পর্কিত আরও খবর