জাবি উপাচার্যকে প্রতিরোধের ঘোষণা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 17:47:23

দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ যৌন নিপীড়কের পৃষ্ঠপোষকতা ও গণমাধ্যমে আন্দোলন সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে সর্বাত্মক অসহযোগ ও প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এছাড়া আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মশাল মিছিল ও আগামী বুধবার (২৩ অক্টোবর) থেকে উপাচার্যকে অবরুদ্ধ করা হবে বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, 'একাধিক ছাত্রলীগ নেতার স্বীকারোক্তিতে দুর্নীতির সাথে বর্তমান উপাচার্যের সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত। এছাড়া সংবাদ মাধ্যমের তথ্য, উপাচার্যের দ্বিমুখী বক্তব্য, টেন্ডার ছিনতাইয়ের বিচার না করা, দুর্নীতির অভিযোগের তদন্ত না করায় প্রমাণ করে তিনি দুর্নীতিগ্রস্ত।'

তিনি আরও বলেন, 'উপাচার্য স্বৈরাচারী কায়দায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্তদের বসিয়ে রেখেছেন। তিনি যৌন হয়রানির অভিযোগের তদন্ত না করে অভিযুক্তদের বিচারের ভয় দেখিয়ে দলে ভেড়ান। এসব কারণে উপাচার্যের নিজ পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। আগামী বুধবার (২৩ অক্টোবর) থেকে অধ্যাপক ফারজানা ইসলামকে কোনো প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। তাকে সহ দুর্নীতিতে অভিযুক্ত সবার বিচার নিশ্চিত করতে হবে।'

এ সময় দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, 'বুধবার উপাচার্য তার কার্যালয়ে আসলে অবরুদ্ধ করা হবে। তাকে আর কোনো প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। এই উপাচার্যের স্বাক্ষরিত কোনো অফিস আদেশ আমরা মানব না।'

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক সাঈদ ফেরদৌস, খবির উদ্দিন, জামাল উদ্দিন রুনু, নূরুল ইসলাম, তারেক রেজা, আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর