‘বটতলার তামষায়’ জাবি উপাচার্যের অপসারণ দাবি

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 16:44:21

‘বটতলার তামষা: চুর-বাটপার সমাচার’ নামক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ চাইলেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তারা।

এ সময় প্রতিবাদী গান ও রম্য বিতর্কের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী, যৌন নিপীড়কের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়া সর্বাত্মক অসহযোগ ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যকে অপসারণের অঙ্গীকার করেন তারা।

গান ও বিতর্ক শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বটতলা ও বিভিন্ন হল প্রদক্ষিণ করে আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২২ অক্টোবর) মশাল মিছিল ও আগামী বুধবার (২৩ অক্টোবর) থেকে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর