ড্যাফোডিল ও এডুটিউবের উদ্যোগে ক্যারিয়ার সেশন

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:32:46

রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও এডুটিউব বিডির উদ্যোগে এক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  ডিআইইউ মিলনায়তনে এই ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইএটিএল’র ব্যাবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘এডুটিউবের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শহর এবং গ্রামের মধ্যে যে বৈষম্য, তা টেকনোলজির মাধ্যমে দূর করে সামঞ্জস্য নিয়ে আসা। ২১ শতকে শিক্ষার কৌশল নিয়ে আমাদের ক্লাসরুমে আলোচনা করা দরকার। এই শতাব্দীতে শিক্ষার মূল উপকরণ হচ্ছে ক্রিটিকাল থিংকিং, প্রবলেম সলভিং, ডিজিটাল লিটারেসি ইত্যাদি।’

তিনি আরও বলেন, ‘২১ শতাব্দীতে স্মার্ট ও দক্ষ পদ্ধতিতে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা হচ্ছে মূল পিলার। প্রযুক্তির মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এটাকে কাজে লাগিয়ে শিক্ষা ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপের সিইও মো. নুরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিআইইউ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন ও এডুটিউবের সিইও শারমিন মেহজাবিন। 

এ সম্পর্কিত আরও খবর