উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান

বিবিধ, ক্যাম্পাস

শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 15:14:20

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা যদি উপাচার্যের বাসভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। সেক্ষেত্রে পুলিশ তাদের বাধা দেবে।

'যে ভিসি ছাত্র পেটায়, সেই ভিসি চাই না; যে ভিসি শিক্ষক পেটাই, সেই ভিসি চাই না' বলে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন।

সিনেট সদস্য আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু আমি না, আমাদের সিনেটের একাধিক শিক্ষক আপনাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আপনারা যেভাবে চাইবেন, সেভাবেই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবো।

তিনি বলেন, একজন ভিসি কিভাবে তার কর্মচারী দিয়ে শিক্ষক ছাত্রদের পেটাতে পারেন। সেই ভিসি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকতে পারেনা।

এ সম্পর্কিত আরও খবর