ঢাবির ৫২ তম সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছেন ৭৯ শিক্ষক-শিক্ষার্থী

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 09:53:48

শিক্ষা ও গবেষণা এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ৯৬টি স্বর্ণপদক প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাবির ৫২ তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাদের এই পদক প্রদান করেন।

সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে চলছে সমাবর্তন অনুষ্ঠান। ৫২তম সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত জাপানের নোবেল বিজয়ী পদার্থবিদ রয়েছেন ড. তাকাকি কাজিতা। তাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করেন মো. আবদুল হামিদ।

৫২তম সমাবর্তনে ২০ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদেরকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।

এ সম্পর্কিত আরও খবর