রাবিতে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 04:05:39

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সম্মেলনের আয়োজন করে।

কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানি দূতাবাসের কালচারাল কাউন্সিলর ড. সাঈদ হাসান সিহাত।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘ভালো মানুষ হিসেবে মানবিক গুণাবলীর উন্মেষ ঘটানোর জন্য সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এই জাতীয় সম্মেলনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’

সম্মেলনে তিনটি প্লেনারি স্পিচসহ ২১টি একাডেমিক সেশনের অধীনে প্রায় ১২৩টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এতে বাংলাদেশ ছাড়াও অন্যান্য সাতটি দেশের গবেষকসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনুষদের শিক্ষক রুবাইদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধি, অনুষদের শিক্ষক, গবেষক, সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী ও উন্নয়নকর্মী, শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও খবর