গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় বাকৃবিতে প্রশিক্ষণ

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 16:09:09

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা’ শীর্ষক খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ডিসেম্বর) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের ব্যবস্থাপনায় এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রকল্প পরিচালক ও কোঅরডিনেটর প্রফেসর ড. এসএম লুৎফুল কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শেখ শাহীনুর ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন গরু খামারিকে গরুর সংক্রামক রোগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর