নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর. কম | 2023-08-23 03:22:12

ডাকসু ভবনে নৃশংস হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এবং ভিপি নুরসহ আহতদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর শাহবাগ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির যুগ্ম আহবায়ক রাশেদ খান বলেন, সেদিনের হামলায় আমাদের কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙে গেছে। আমাদের মামলা এখনও নেওয়া হয়নি। পুলিশ বলছে তাদের করা মামলার সাথে আমাদের অভিযোগ সংযুক্ত করা হবে। পুলিশ আমাদের অভিযোগটি আমলে নিয়েছে কিনা সেটা আমরা এখনও জানিনা

রাশেদ বলেন, নির্যাতন করে হাসপাতালে পাঠানো হয়েছে, আইসিউতে পাঠানো হয়েছে। আবার আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এটা দুঃশাসনের নমুনা। এসব এ সরকারের আমলেই সম্ভব।

এসময় বিক্ষোভকারীরা 'দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত', 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে', 'মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না', 'নির্লজ্জ প্রশাসন, ধিক্কার ধিক্কার', 'হামলা করে মামলা, মানিনা মানবো না' ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্য হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ফটক প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরও খবর