ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় ইবিতে মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 17:39:24

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ঢাবি ছাত্রীর ধর্ষককে অনতিবিলম্বে বিচারের আওতায় আনার পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তারা। এসময় মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণ সংক্রান্ত আইন থাকলেও তা কার্যকর না থাকায় আজ প্রতিনিয়ত আমাদের মা-বোনদেরকে এ ধরনের জঘন্য ও ঘৃণতম পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

তারা বলেন, ঢাবির এক ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা আমরা আর কখনো দেখতে চাই না। এ জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পাশাপাশি তা কার্যকরের দাবি জানাচ্ছি।

এদিকে, মানববন্ধনের আগে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ র‌্যালি করেন শিক্ষার্থীরা। হলের সামনে থেকে সকাল সাড়ে ১১টার দিকে এ র‌্যালি বের করেন তারা।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর