বৈধ ভিসির দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ সভায় যোগ দিতে আসলে প্রায় ঘণ্টাব্যাপী তাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
উপাচার্যের বৈধতা, বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা, কেন্দ্রীয় ছাত্র সংসদের বাজেট, বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস না মানা, এমন প্রশ্নের জবাব না দিতে পারায় গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
সাধারণ ছাত্র পরিষদের গণবিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো: রনি আহমেদ বলেন, এর আগেও আমরা বৈধ ভিসির দাবিতে ৬৮ দিন আন্দোলন করেছিলাম। আশ্বাসে আশ্বাসে সময় ক্ষেপণ করতে থাকে কর্তৃপক্ষ। আজ তার কাছে দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি অসদাচরণ করেন শিক্ষার্থীদের সঙ্গে। এর পরেই গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অবরুদ্ধ করে রাখা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে আলোচনাকালে তাকে তালাবদ্ধ করে রাখা হয়।
দাবি না মানা পর্যন্ত তালাবদ্ধ করে রাখবেন বলে জানিয়েছেন ছাত্র সংসদের সহ-সভাপতি জুয়েল রানা।